লক্ষ্মীপুর সদরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে শুক্রবার সন্ধ্যায় মারধরের ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে রাতে মৃত্যু হয় সফিক মোল্লা নামের ওই অটোচালকের।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
সফিক মোল্লার বাড়ি উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, চর রমনী মোহন গ্রামের আসমত আলী কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তৌহিদ, মমিনসহ এলাকার কয়েকজন যুবক ওই সড়ক মেরামত করেন। এরপর ওই সড়কে চলাচল করা যানবাহন থেকে ১০০ টাকা করে চাঁদা নিতে থাকেন তারা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে যাওয়ার পথে সফিকের কাছে ১০০ টাকা চাইলে তিনি ৫০ টাকা দেন। সন্ধ্যায় ফেরার পথে আবারও তার কাছে ৫০০ টাকা চাওয়া হলে তা দিতে অস্বীকৃতি জানান। পরে তৌহিদ, মমিনসহ সাত থেকে আটজন যুবক তাকে মারধর করেন।
বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা সফিককে সদর হাসপাতালে নেয়। পথেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর জানান, মারধরের ঘটনায় অভিযুক্ত তৌহিদ ও মমিন পলাতক। তাদেরসহ অভিযুক্ত অন্যদের ধরতে চেষ্টা করছে পুলিশ।