পন্টুনে পানি ওঠার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট। ঘাট বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে এক হাজার যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান শুক্রবার সন্ধ্যায় নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মায় পানি বাড়ায় স্রোতের কারণে দুপুরের পর থেকে পন্টুনে পানি উঠতে শুরু করে। তারপর থেকে ওই পন্টুন বন্ধ রাখা হয়। পন্টুন সচল করতে কাজ চলছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরিও বন্ধ আছে। পাটুরিয়ার ভাসমান কারখানায় সেটির মেরামত চলছে বলে জানিয়েছেন ঘাটের এ কর্মকর্তা।
জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরি ঘাটে ছুটির দিনেও যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ প্রায় এক হাজার যানবাহন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
জরুরি কাজে নিয়োজিত পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছ। ঘাটে এসব পরিবহনের চাপ কমে গেলে সারি মেনে ট্রাক পার করা হবে।
পাটুরিয়া ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান বিআইডাব্লিউটিসির এ কর্মকর্তা।