বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’

  •    
  • ২৭ আগস্ট, ২০২১ ১৬:৪০

গত ৫ জুন ঢাকার হেয়ার রোডের সরকারি বাসভবন তন্ময়ে শাম্মী আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শাম্মীর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। তবে থাকেন রাজধানীর উত্তরায়।

ঘড়ির কাঁটা ঠিক বিকেল সাড়ে ৫টা। প্রতিদিনের মতো ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরামপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে হাজির। তবে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারের দিনটি ছিল বিরামপুরবাসীর জন্য আলাদা। কারণ এই ট্রেনে এসেছেন এলাকার জামাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

জামাইকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে বিরামপুর রেলস্টেশনে হাজির হাজারও মানুষ।

এর আগেই প্ল্যাটফর্মজুড়ে টাঙানো হয় ব্যানার ও ফেস্টুন। স্টেশনে বড় একটি ব্যানারে লেখা ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’।

শ্বশুরবাড়ির মাটিতে পা রাখতেই মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফুলে ফুলে শুভেচ্ছা জানাতে থাকেন বিরামপুরবাসী। একে একে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শুভেচ্ছা পর্ব শেষে মন্ত্রী বিরামপুর রেলওয়ে স্টেশন মডেল প্রকল্পে কী কী সুযোগ-সুবিধা থাকবে, তা উপস্থিত লোকদের জানান।

বিকেল ৫টা ৪৫ মিনিটে ওই ট্রেনে করেই মন্ত্রী পঞ্চগড়ের উদ্দেশে রওনা করেন।

গত ৫ জুন ঢাকার হেয়ার রোডের সরকারি বাসভবন তন্ময়ে শাম্মী আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন।শাম্মীর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। তবে থাকেন রাজধানীর উত্তরায়। চাকরি করতেন ঢাকায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে।চাকরির পাশাপাশি আইন পেশায় ক্যারিয়ার গড়ার চেষ্টা করতে থাকেন শাম্মী। একপর্যায়ে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে কাজও করতে থাকেন।মন্ত্রী নিজেও একজন আইনজীবী। সুপ্রিম কোর্টে তার নামডাকও আছে বেশ। আর তার কাছ থেকে অভিজ্ঞতার পরামর্শ নিতে গিয়ে দেখা হয় দুজনের।মন্ত্রী তার জীবনসঙ্গিনীকে হারিয়েছেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে আগে। আর শাম্মীও বিচ্ছেদের পর থেকে একা।পরস্পরকে ভালো লেগে যায়। আর একপর্যায়ে তারা সিদ্ধান্ত নেন হাতে হাত রাখার। এই বয়সে উদ্দাম প্রেম তো মানায় না। তাই বিয়েটাও হয়ে যায় কদিন যেতে না যেতেই।

কনে শাম্মী আক্তারের বড় ভাই জাহিদুল ইসলাম মিলন নিউজবাংলাকে বলেন, ‘আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকে। সে আইন বিষয় পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে।‘আইনি বিষয়ে পরামর্শ নিতে রেলমন্ত্রীর কাছে যায় সে। আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে গত ৫ জুন তাদের বিয়ে হয়।’বিয়ের মধ্যস্থতা করেছেন বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী টুটুল। তিনি বলেন, ‘আলোচনা ঢাকায় ওরা শুরু করেছে। কিন্তু আমি মেয়ের পক্ষ থেকে ঘটকের দায়িত্ব পালন করেছি।’তিনি বলেন, ‘রেলমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন মেয়ের পক্ষ থেকে আমাকে ঘটকের দায়িত্ব পালনের জন্য বলা হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করেছি।’শাম্মীর বাবার নাম আব্দুর রহিম। দুই ভাই ও এক বোনের মধ্যে শাম্মী আক্তার মেজো।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর সেখানে নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।বিশিষ্ট আইনজীবী ৬৫ বছর বয়সী নুরুল ইসলামের বাড়ি পঞ্চগড়ে। পঞ্চগড়-২ (বাদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন তিনি।

এ বিভাগের আরো খবর