সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি বিন্নাদারি এলাকায় শুক্রবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলামিন হোসেন ও মোস্তফা। তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মঞ্জুরুল হক জানান, শাহজাদপুর থেকে পাবনার বেড়াগামী একটি বাস মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আলামিন।
পরে মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এএসআই) মো. রঞ্জুয়ার রহমান জানান, বাসচালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পাবনার মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।