ময়মনসিংহে হাওর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
নগরীর বলাশপুর এলাকায় শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক সুরঞ্জন তালুকদার।
তিনি বলেন, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ঢাকার উদ্দেশে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। পরে নগরীর বলাশপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ‘ঝ’ বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।