বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভ্যালিতে বিনিয়োগে সতর্ক যমুনা গ্রুপ

  •    
  • ২৭ আগস্ট, ২০২১ ০১:৫০

যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান বলেন, ‘পরিষ্কারভাবে বললে এভাবে বলা যায়, ইভ্যালিতে আমাদের বিনিয়োগ করার ব্যাপারে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলার সময় এখন আসেনি। যখন আসবে, তখন আপনাদের জানাব।’

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে যমুনা গ্রুপ।

মাসখানেক আগে বিতর্কিত অনলাইন মার্কেট ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিল শিল্প গ্রুপটি। তবে এখন সেই বিনিয়োগ করবে কি না তা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না তারা।

বৃহস্পতিবার রাতে যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘আমরা এখনও ইভ্যালিতে বিনিয়োগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। তাদের সব কাগজপত্র আমরা নিয়ে এসেছি, যাচাই-বাছাই করছি। আমাদের অ্যাকাউন্টের লোকজন পরীক্ষা-নিরীক্ষা করছে।

‘এসব শেষে আমরা যদি দেখি, ইভ্যালির ভবিষ্যৎ ভালো। এখানে বিনিয়োগ করলে যমুনা গ্রুপ লাভবান হবে, তাহলেই বিনিয়োগ করা হবে। আর যদি দেখি, ভবিষ্যৎ ভালো না। তাহলে ইভ্যালিতে কোনো বিনিয়োগ করা হবে না।’

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলামকে উদ্ধৃত করে জানানো হয়, ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান বলেন, ‘পরিষ্কারভাবে বললে এভাবে বলা যায়, ইভ্যালিতে আমাদের বিনিয়োগ করার ব্যাপারে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলার সময় এখন আসেনি। যখন আসবে, তখন আপনাদের জানাব।’

সমস্যাকবলিত ইভ্যালির ৫১ শতাংশ শেয়ার কেনার কথা ছিল যমুনা গ্রুপের। অন্যান্য প্রতিষ্ঠানের মতো যমুনা গ্রুপও ইভ্যালির কাছ থেকে টাকা পাবে। পাশাপাশি প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা ছিল। এরপর ধাপে ধাপে এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ছিল।গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে।

এমন বিনিয়োগকে স্বাগত জানিয়ে ওই দিন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।’

এ বিভাগের আরো খবর