জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে শুক্রবার বিকেলে আলোচনা সভার আয়োজন করছে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং আইসিটি বিভাগ।
‘ভালোবাসা, শান্তি ও স্বাধীনতা: বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানটি বিকেল ৫টা ১০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে একাত্তর টিভি এবং চ্যানেলটির ফেসবুক পেজ। শনিবার রাত ১টা ১০ মিনিটে একই চ্যানেলে পুনঃপ্রচার হবে।
বঙ্গবন্ধু এবং বাংলাদেশের যুগলযাত্রাকে কেন্দ্র করে আলোচনায় অংশ নেবেন দেশের প্রথিতযশা ব্যক্তিরা। বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আধুনিক প্রজন্মের সামনে তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে আলোচক থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল আলম ও গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ বদরুল আহসান।
ইংরেজি ভাষায় এ আলোচনা সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার স্বাধীনতা ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। বাংলার মানুষের মুক্তিই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি চাইতেন, বাঙালি জাতি উন্নত জীবনের অধিকারী হোক, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক।
স্বাধীনতার পর ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট ১৯৭২ সালে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার শক্তি কোথায়?’ বঙ্গবন্ধু সে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘আমি আমার জনগণকে ভালোবাসি।’
তিনি যখন এরপর জানতে চান, ‘আর আপনার দুর্বল দিকটা কী?’ বঙ্গবন্ধুর উত্তর, ‘আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি।’ এই হলেন বঙ্গবন্ধু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা সংগ্রামের পর পুরো দেশ যখন ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই আসে আরেকটি আঘাত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বর্বর দেশাদ্রোহী নির্মমভাবে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে।
সদ্য স্বাধীন জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে এ জঘন্য হত্যাকাণ্ড, তৈরি করে রাজনৈতিক শূন্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়নের ধারা, কিন্তু এই কালো অন্ধকার কী ঢেকে দিতে পেরেছে আমাদের গৌরবোজ্জ্বল রক্তিম ইতিহাসকে? মৃত্যুতেই কী মিলিয়ে দেয়া যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অবদান, নাকি মহাকালের বুকে কালপুরুষ হয়ে জাতিকে যুগ যুগ ধরে পথ দেখাবেন তিনি?
জানতে চান, ইস্পাতের কাঠিন্য আর কুসুমের কোমলতার মিশেলে কেমন ছিলেন শেখ মুজিবুর রহমান?
এসব বিষয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।