বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভ্যালির কাছে টাকা পান ২ লাখ গ্রাহক

  •    
  • ২৭ আগস্ট, ২০২১ ০০:৩৬

ডাব্লিউটিও সেলের মহাপরিচালক-১ এর কাছে লিখিত প্রতিবেদনে রাসেল জানান, ১৫ জুলাই পর্যন্ত ইভ্যালির কাছে গ্রাহকদের মোট পাওনা ৩১০ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০২ টাকা। ২ লাখ ৭ হাজার ৭৪১ গ্রাহকের কাছে ইভ্যালির এই দেনা রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা আছে দুই লাখ গ্রাহকের কাছে। আর তাদের মোট দেনার পরিমাণ ৩১১ কোটি টাকা।

বুধবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানো চিঠির এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

ডাব্লিউটিও সেলের মহাপরিচালক-১ এর কাছে লিখিত প্রতিবেদনে রাসেল জানান, ১৫ জুলাই পর্যন্ত ইভ্যালির কাছে গ্রাহকদের মোট পাওনা ৩১০ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০২ টাকা। ২ লাখ ৭ হাজার ৭৪১ গ্রাহকের কাছে ইভ্যালির এই দেনা রয়েছে।

এর আগে জুনে বাংলাদেশ ব্যাংকের দেয়া পরিদর্শন প্রতিবেদনে গ্রাহকদের পাওনার পরিমাণ জানানো হয় ২১৪ কোটি টাকা। ইভ্যালির দেয়া নিজস্ব তথ্যে বলা হলো, দেনা ৩১১ কোটি টাকা। অর্থাৎ গ্রাহকদের কাছে কোম্পানির দেনার পরিমাণ আরও ৯৭ কোটি টাকা বেশি।

চিঠিতে রাসেল জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ইভ্যালি এখন পর্যন্ত ৭০ লাখেরও বেশি অর্ডার ডেলিভারি করেছে। তবে কিছু সংখ্যক গ্রাহক, যারা তাদের পণ্য পাননি, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

যথেষ্ট সময় দেয়া হলে এবং ব্যবসার অনুকূল পরিবেশ সাপেক্ষে আগামী ৬ মাসে তারা সব অর্ডার সরবরাহ করতে পারবেন বলে চিঠিতে প্রতিশ্রুতিও দেন রাসেল।

এর আগে কোম্পানির সম্পদ ও দায় বিবরণীসংক্রান্ত প্রাতিষ্ঠানিক জবাব চেয়ে মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল থেকে প্রতিষ্ঠানটিকে দেয়া চিঠির প্রথম দফার জবাব দেয়া হয় ১৯ আগস্ট।

দ্বিতীয় ক্যাটাগরিতে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত গ্রাহকের কাছে মোট দেনার পরিমাণ কত এবং দেনাসংশ্লিষ্ট গ্রাহকসংখ্যা কত, তা জানাতে বলা হয় ২৬ আগস্টের মধ্যে। সেই জবাবেই গ্রাহকের কাছে দেনার এ তথ্য দেয় প্রতিষ্ঠানটি।

ইভ্যালি ডটকম-এর ব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানো ইস্যুতে এখন বাকি থাকল এক ক্যাটাগরির জবাব। মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ, গ্রাহক ও মার্চেন্টদের দায় পরিশোধের সময়াবদ্ধ পরিকল্পনা নিয়ে ওই প্রশ্নের জবাব প্রতিষ্ঠানটিকে দিতে হবে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে।

এর আগে প্রথম দফায় দেয়া সম্পদ ও দায় বিবরণীসংক্রান্ত পত্রের অনুলিপি পর্যালোচনা করে দেখা যায়, গত ১৫ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত গ্রাহকের কাছ থেকে অগ্রিম, সরবরাহকারীদের কাছে দেনা, ব্যবসায়িক ব্যয়সংক্রান্ত দেনাসহ অন্যান্য সব দেনা বাবদ ইভ্যালির মোট চলতি দায়ের পরিমাণ ৫৪২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৪৮২ টাকা।

তবে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালির এই দায়ের মোট পরিমাণ দেখানো হয়েছিল ৪০৩ কোটি ৮০ লাখ টাকা। তদন্ত দল প্রতিবেদনে মতামত ব্যক্ত করে জানিয়েছিল, ইভ্যালির প্রকৃত দায় আরও বেশি হতে পারে।

ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল স্বাক্ষরিত প্রতিষ্ঠানটির আর্থিক হিসাব বিবরণীপত্র পর্যালোচনায় দেখা যায়, তাদের যে দায় দেখানো হয়েছে, তার বিপরীতে মোট ৪৩৮ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৮৪১ টাকা অদৃশ্য সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। এর মধ্যে ব্র্যান্ড ভ্যালু দেখানো হয় ৪২২ কোটি ৬২ লাখ ৮ হাজার ৬৯৫ টাকা এবং শুধু অদৃশ্য সম্পদ দেখানো হয় মোট ১৫ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ১৪৬ টাকা।

অন্যদিকে উল্লিখিত দেনার বিপরীতে ইভ্যালি দৃশ্যমান সম্পদের হিসাব দেখায় মোট ১০৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা। যেখানে চলতি সম্পদমূল্য দেখানো হয়েছে ৯০ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৮৮৪ টাকা। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে কোম্পানিটির চলতি সম্পদের মূল্য ৬৫ দশমিক ১৭ কোটি টাকা উল্লেখ করা হয়। অর্থাৎ চলতি সম্পদের মূল্য বাংলাদেশ ব্যাংকের হিসাবের চেয়ে ২৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার ৮৮৪ কোটি টাকা বেশি বলে দাবি করেছে ইভ্যালি।

এ ছাড়া দৃশ্যমান সম্পদ বিবরণীতে সম্পত্তি এবং সরঞ্জামের মূল্য দেখানো হয় আরও ১৪ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৭৫৬ টাকা। এর বাইরে প্রতিষ্ঠানটির ইক্যুইটির দায় রয়েছে আরও ১ কোটি টাকা।

ইভ্যালির ব্যাখায় মন্ত্রণালয় সন্তুষ্ট কি না, জানতে চাইলে দেশে ডিজিটাল ই-কমার্স সেল নিয়ন্ত্রণ শাখার প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান নিউজবাংলাকে তখন জানিয়েছেলেন, ‘তারা সবেমাত্র প্রথম ক্যাটাগরির ব্যাখ্যা সম্পন্ন করেছে। বাকিগুলোর ব্যাখ্যা তারা দিক, তারপর সবগুলো হাতে পেলে পর্যালোচনা করে দেখা হবে।

এ বিভাগের আরো খবর