নোয়াখালীর ভাসানচর থেকে রোহিঙ্গাদের বিভিন্ন সময় পালিয়ে যেতে সাহায্য করায় ৯ দালালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
নোয়াখালীর বিচারিক আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নম্বর ক্লাস্টারের মো. জুবায়ের, ৬৪ নম্বর ক্লাস্টারের রেদোয়ান, মোহাম্মদ সালাম, ৭৭ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমান, ৫১ নম্বর ক্লাস্টারের সৈয়দ করিম, সাইফুল ইসলাম, ২৬ নম্বর ক্লাস্টারের শফিউল্লাহ, ৬ নম্বর ক্লাস্টারের নজিমুল্লাহ এবং ৭৮ নম্বর ক্লাস্টারের মোহম্মদ সালেহ।
নোয়াখালীর এসপি শহীদুল জানান, বুধবার গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) দল ও পুলিশের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ভাসানচর থানায় তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়। এরপর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।