গাজীপুরের টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন একটি পিলারে দুবার দুটি বাসের ধাক্কা লাগে। এতে আহত হয়েছেন তিনজন।
আহতদের মধ্যে দুজন প্রকল্পের শ্রমিক। অপরজন বাসের যাত্রী।
টঙ্গীর বাটা গেট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এবং বেলা সাড়ে ১১টার দিকে ঘটনা দুটি ঘটে।
আহত দুই শ্রমিকের নাম স্মরণ ও রিফাত। বাসযাত্রীর নাম মো. হারুন।
তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
তাদের মধ্যে স্মরণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাটা গেট এলাকায় প্রকল্পের একটি পিলারের গার্ডার তৈরির কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
পিলার নির্মাণের জন্য ক্রেনের সাহায্যে লোহার চ্যানেল বসানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসির একটি বাস পিলারে ধাক্কা দেয়। এতে পিলারের ওপরে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
এ ঘটনার চার ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসির আরেকটি বাস একই পিলারে ধাক্কা দেয়। এতে পিলারের ওপর থাকা লোহার চ্যানেলটি ভেঙে সওদা পরিবহনের একটি বাসের ওপর পড়লে এক যাত্রী আহত হন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে গার্ডারের ভাঙা অংশ সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।