রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পারিবারিক কলহের জেরে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরীফুলের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়। তিনি মতিঝিলের একটি বাস কাউন্টারে চাকরি করতেন।
শরীফুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বুধবার আমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। আমি তাকে রাগ করে বলেছিলাম, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। এ বিষয় নিয়ে মানসিকভাবে সে ভেঙে পড়ে। পরে বাসায় গ্যাস না থাকায় আমি আমার মায়ের বাসায় রান্নার জন্য চলে যাই।’
তিনি বলেন, ‘পরে বাসায় এসে দরজা বন্ধ দেখি। অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকেও জানানো হয়েছে।