বগুড়ার সারিয়াকান্দিতে ৫৮ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
জেলা আমলি আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. নজরুল ইসলাম।
সাজা পাওয়া ওই যুবকের নাম সাঞ্জু প্রামাণিক। তার বাড়ি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামে।
এসআই নজরুল জানান, বুধবার সকালে ভটভটিতে করে মো. শাহাদত নামে এক ব্যবসায়ীর চাল নিয়ে যাচ্ছিলেন চালক মো. ইরশাদ। উপজেলার কালিতলা ঘাট থেকে গাবতলী উপজেলার শাহবাজপুরে নেয়া হচ্ছিল বস্তাগুলো। পথে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফেরিঘাট এলাকায় চার-পাঁচজনের একদল ছিনতাইকারী ভটভটির গতিরোধ করে ৫৮ বস্তা চাল ছিনতাই করে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ জানান ব্যবসায়ী শাহাদত। রাতেই উপজেলার ফেরিঘাট এলাকার একটি চাতালে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। রাত সাড়ে ১০টার দিকে করা আরেকটি অভিযানে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাঞ্জুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন সাঞ্জু।
বৃহস্পতিবার সকালে পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী শাহাদত। ওই মামলায় সাঞ্জুকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান এসআই নজরুল।
এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।