নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানা থেকে নিটিং অপারেটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ফতুল্লার টাগারপাড় এলাকার ফাইনটেক স্কয়ার নামের ওই নিটিং কারখানা থেকে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম শাহিন শেখ। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সড়াতৈল গ্রামে। তিনি ফতুল্লার টাগারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কারখানার শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, ‘ওই কারখানায় দিন-রাত মিলিয়ে দুই শিফটে কাজ চলে। রাতে নিটিং কারখানায় কাজ করছিলেন শাহিন। সকালে কারখানার শ্রমিকরা শাহিন যে লাইনে কাজ করতেন, সেখানেই একটি লোহার আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’
তিনি জানান, সুরতহালে শাহিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।