চট্টগ্রামের পটিয়ায় মোবাইল ফোন নিয়ে বিবাদের জেরে গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
পটিয়া থানায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলা করেছেন গুলিবিদ্ধ মোরশেদ আলম। আসামি করা হয়েছে তিনজনকে।
আসামিরা হলেন সিরাজুল হক, মোহাম্মদ রায়হান ও মাইনুল ইসলাম। অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামের দানুমিয়া মার্কেটের সামনে বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ আগস্ট মোরশেদ আলমের ভগ্নিপতি সাইফুল হকের একটি মোবাইল ফোনসেট চুরি করেন ওই গ্রামের সিরাজুল হক। তাকে ডেকে স্থানীয় লোকজন বোঝালেও ফোন ফেরত দেননি।
বাদীর অভিযোগ, এ ঘটনার জেরেই বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দানুমিয়া মার্কেট এলাকায় তার ওপর হামলা চালায়। চিৎকারে আশপাশে থাকা মোরশেদের চাচা রাশেদ আলম, প্রতিবেশী মো. আবদুল্লাহসহ স্থানীয় কয়েকজন উদ্ধারে এগিয়ে যায়। তাদেরও মারধর করা হয়।
একপর্যায়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারীরা। তাতে মোরশেদ, রাশেদ ও আবদুল্লাহ গুলিবিদ্ধ হন। আহত হন আরও পাঁচজন। স্থানীয়রাই তাদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুলিবিদ্ধ তিনজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পটিয়া থানার ওসি রেজাউল জানান, মামলার আসামিদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের অভিযান চলছে।