নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেই কাউন্সিলরের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা করেছেন এক নারী।
পুলিশ জানায়, বুধবার বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। এর আগে ওই নারী তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন।
আদালত ধর্ষণ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন আহমেদ।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মরদেহ সৎকার করে আলোচনায় আসেন ওই কাউন্সিলর। তিনি মহানগর যুবদলের আহ্বায়ক।
এজাহারে বলা হয়, ২০২০ সালের ২ আগস্ট বিকেলে আসামি পরিচিত একজনকে কাজী সাজিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ওই নারীর মালিকানাধীন ফিলিং স্টেশনে উপস্থিত হন। এ সময় কাবিননামায় সই নেয়ার পর তাকে ধর্ষণ করা হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে দূরত্ব বাড়লে ওই নারীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন তিনি।
বাদীর আইনজীবী জসিম উদ্দিন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর একাধিকবার বাদীকে ধর্ষণ করেন।
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর নিউজবাংলাকে বলেন, ‘সিটি করপোরেশনের আগামী নির্বাচনে ইমেজ খারাপ করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র করা হচ্ছে।’