ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক ও তাবিথ আওয়ালসহ ৭০ বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন তারা। পরে শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দস কাজল, মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম রেজাউল করিম।
পরে রুহুল কুদ্দুস কাজল নিউজবাংলাকে বলেন, চন্দ্রিমার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৭০ বিএনপি নেতা কর্মীকে আগাম জামিন দিয়েছে আদালত। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
গত ১৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সংঘর্ষে জড়ায় দলটির নেতা-কর্মীরা। ওই ঘটনার পরের দিন রাজধানীর শের-ই-বাংলা নগর থানায় নাশকতা, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে আলাদা আলাদা মামলা হয়। এসব মামলায় ১৫৫ জনকে আসামি করা হয়।