ক্যাম্পাস খুললেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এ উঠতে পারবেন ছাত্রীরা।
এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে শুরু হবে আবেদন গ্রহণ।
বুধবার ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম নিউজবাংলার প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি বলেন, ছাত্রী হলের নীতিমালা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তা পাস হবে। সেপ্টেম্বরের ৬ তারিখের সিন্ডিকেট সভার পর আবেদন কার্যক্রম শুরু হতে পারে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী হলে ছাত্রী উঠানো হবে।
‘আবেদনের পরিপ্রেক্ষিতে যোগ্য ছাত্রীরা বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে হলে উঠে যেতে পারবেন। তাদের কোনো ধরনের মেস ভাড়া নেয়া লাগবে না।’
নিউজবাংলাকে তিনি আরও বলেন, কোনো ধরনের প্রভাব খাটিয়ে হলের সিট পাওয়া যাবে না। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হলে উঠানোর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যাদেরকে হলে সিট বরাদ্দ দেয়া হবে ক্যাম্পাস খুললে তারা সরাসরি হলে উঠবে। মেসে বা বাসায় তাদের উঠতে হবে না।’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘আমরা হলের একটি নীতিমালা খসড়া তৈরি করেছি। আগামী সিন্ডিকেট মিটিংয়ে তা পাস হতে পারে। ৬ তারিখ সিন্ডিকেট সভা রয়েছে এরপর সব প্রক্রিয়া শুরু হবে। ক্যাম্পাস খোলার আগেই সিট বরাদ্দের জন্য অনলাইনে আবেদন নেয়ার পরিকল্পনা রয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগ দিয়ে হলের কাজ সম্পূর্ণ শেষ না হলেও ২০২০ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ উদ্বোধন করেন।