বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

  •    
  • ২৪ আগস্ট, ২০২১ ২৩:০১

মঙ্গলবার দুপুরে কথা-কাটাকাটির জেরে বিজয় গ্রুপের কর্মী শরীফ খানকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মী ইমরান। এ ঘটনার জেরে সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের আজিম নামে এক কর্মীকে মারধর করেন।

কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপ-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুজন আহত হয়েছেন।

বিবদমান গ্রুপ দুটি হলো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী 'বিজয়' ও 'সিএফসি' গ্রুপ।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন বিজয় গ্রুপের কর্মী, দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের সিএফসি গ্রুপের কর্মী, ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম হোসাইন।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে কথা-কাটাকাটির জেরে বিজয় গ্রুপের কর্মী ও দর্শন বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র শরীফ খানকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মী একই সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমরান।

এ ঘটনার জেরে সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের আজিম নামে এক কর্মীকে মারধর করেন।

সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। আমি চট্টগ্রামের বাইরে, এসে সমাধান করব।’

বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আমাদের এক কর্মীকে ডিপার্টমেন্ট থেকে ফেরার সময় সভাপতির অনুসারীরা মারধর করেছে। ক্যাম্পাস যেহেতু খুলবে, তাই সভাপতি তার অবস্থান জানান দিচ্ছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিকেলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

এ বিভাগের আরো খবর