গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ্-শরীফ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে কারাগার থেকে সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।
এর আগে ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
১ আগস্ট একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাতিরঝিল থানায় করা দুই মামলায় তাকে তিন দিন করে ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে একার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।