পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে আবু তাহের নামের এক যুবককে। একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি তাহের সম্প্রতি জামিনে বেরিয়ে ফের খুন করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।
সিআইডির দাবি, পুলিশ সদস্যকে খুন ও ডাকাতির মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন তাহের। তিন মাস আগে জামিনে বেরিয়েছেন। গত ১৬ আগস্ট তাহের আরেকটি খুন করেন কক্সবাজারে। ঢাকার সাভার এলাকায় পালিয়ে থাকা তাহেরকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে সিআইডির প্রধান কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তাহেরের গ্রেপ্তার ও অপরাধ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সিআইডি জানায়, কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে শাহজাহান সেজান গত ১৬ আগস্ট খুন হন। বৌদ্ধবিহারের মাঠে তর্কের জেরে সেজানকে ছুরিকাঘাত করে আবু তাহের খুন করেছেন বলে অভিযোগ ছিল।
প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক কারবারের বিরোধে এ খুনের ঘটনা। খুনসহ ডাকাতি মামলায় জামিনে থাকা তাহের এ খুনে সরাসরি জড়িত।
পলাতক তাহেরকে গ্রেপ্তারে সিআইডির একটি টিম মঙ্গলবার ভোরে অভিযান চালায় সাভারের তেঁতুলঝোড়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তারের পর তাহেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক হত্যা ও ডাকাতির ঘটনায় তাহের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান সিআইডি কর্মকর্তারা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, হত্যা, ডাকাতিসহ ১০টি মামলার প্রধান আসামি আবু তাহের। কক্সবাজার বৌদ্ধবিহারের মাঠে শাহজাহান সেজানকে ছুরিকাঘাত করে হত্যার কথা জানিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাহের। তা যাচাই করা হচ্ছে।
সিআইডি জানায়, তাহের ২০১৫ সালের ২৩ জুলাই সংঘটিত একটি ডাকাতি ও খুনের মামলার আসামি। পালানোর সময় ডাকাতদলকে বাধা দিয়েছিলেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন। ডাকাতের ছুরিকাঘাতে পারভেজ পরে হাসপাতালে মারা যান। খুন ও ডাকাতির এ মামলায় তাহের তিন মাস আগে জামিন পান।