আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার।
গণভবন থেকে বেলা ৩টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস মহামারির কারণে এবার দেড় মাস পিছিয়ে মেলা শুরু হচ্ছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা একাডেমি মেলাটি এবার উৎসর্গ করছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে।
এবারের বইমেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় বসছে মেলা। একাডেমি প্রাঙ্গণে ১০৭ প্রতিষ্ঠানকে ১৫৪টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪০৩ প্রতিষ্ঠানকে ৬৮০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকছে।
এবারও লিটল ম্যাগাজিন চত্বর বসছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি পাঁচটি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল দেয়া হয়েছে।
১২ মার্চ বইমেলার প্রস্তুতি পরিদর্শনের সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা প্রত্যেকটা প্রবেশপথে জীবাণুনাশক টানেল করছি। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। নো মাস্ক, নো এন্ট্রি থাকছে।
‘মেলায় ঢোকার পর তারা যেন হাতে স্যানিটাইজার দেয়, মাস্ক না খোলে সেসব দেখার জন্য পরিদর্শক টিম থাকবে।’
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলা। রোববার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে।
এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।