বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তানজীবের নতুন গান ‘মন পোষ মানে না’

  •    
  • ৪ অক্টোবর, ২০২০ ১৯:৫৫

এ সময়ের জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার। গত ভালোবাসা দিবসে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয় তার ‘ডুবে ডুবে ভালোবাসি’ শিরোনামের গানটি।

ওই গানের ভিডিওটি এরই মধ্যে দেখেছে ৮৩ লাখের বেশি দর্শক।

এবার ‘মন পোষ মানে না’ শিরোনামে নতুন গানের ভিডিও আনছেন তানজীব। গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই।

গানের সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। নতুন গান নিয়ে আরও বেশি আশাবাদী তানজীব সারোয়ার।

কুয়াকাটার লোকেশনে গানটির ভিডিও দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ভিডিওটি করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।

মডেল আন্নী মাচ্ছানিয়াদ অভিনয় করেছেন এই ভিডিওতে। এতে তানজীবকে আবারও দেখা যাবে প্রধান চরিত্রে।

মিউজিক ভিডিওর অভিজ্ঞতা জানিয়ে তানজিব বলেন, 'কুয়াকাটার বিভিন্ন লোকশনে কাজটি করা হয়েছে। নির্মাতা কাজের মান নিয়ে বিন্দু পরিমাণ কার্পণ্য করেননি। এই মহামারির সময়ে কাজটি আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। আন্নীও এই গানের জন্য অনেক শ্রম দিয়েছেন। শ্রোতারা দুটো স্কেলে আমার কণ্ঠে গানটি শুনতে পাবেন। যেখানে ভক্তরা নতুন এক তানজীবকে খুঁজে পাবে বলে আশা করি।’

সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে নভেম্বরে গানটি আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান জহিরুল ইসলাম সোহেল।

এ বিভাগের আরো খবর