বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্রাণে যুক্ত হচ্ছে আলু

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ১২:২২

এক চিঠিতে কৃষি মন্ত্রণালয় জানায়, ‘উৎপাদিত আলুর যথাযথ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত প্রয়োজন। তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, হতদরিদ্রের মাঝে চাল, গম, আটা এবং অন্য ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি আলুও বিতরণ করা যেতে পারে।’

দুস্থ মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তায় যুক্ত হচ্ছে আলু। দেশের আলুর ফলন বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত নিশ্চিত করা এবং ভোক্তা পর্যায়ে আলুর চাহিদা মেটাতে ত্রাণ সহায়তায় আলু যুক্ত করতে নির্দেশ দিয়েছে সরকার।

ত্রাণ কার্যক্রমে আলু বিতরণে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

চিঠির বিষয়টি রোববার সংবাদমাধ্যমে এসেছে।

চিঠিতে বলা হয়, ‘দেশে আলু উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী ২০২০-২১ অর্থবছরে আলু উৎপাদনের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৭১ লাখ মেট্রিক টন।’

বর্তমানে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উৎপাদিত আলুর যথাযথ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত প্রয়োজন। তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, হতদরিদ্রের মাঝে চাল, গম, আটা এবং অন্য ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি আলুও বিতরণ করা যেতে পারে।’

এর মধ্য দিয়ে আলুর বহুমুখী ব্যবহার যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভোক্তা পর্যায়ে আলুর চাহিদা পূরণ হবে বলে মনে করছে সরকার।

পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত নিশ্চিত হবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

দেশে আলুর পর্যাপ্ত মজুত থাকায় ত্রাণ কার্যক্রমে চাল, গম, আটা এবং অন্য ত্রাণসামগ্রী বিতরণের তালিকায় আলুকে অন্তর্ভুক্ত করতে আলাদা তিনটি চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর