বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন। তাকে রাখা হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে। কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট হাতে আসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘কিছু সময় হলো আমাদের হাসাতালে ভর্তি করা হয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে। ৮৩ বছর বয়সী আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন। পরীক্ষা নিরীক্ষা শেষে এবিষয়ে আরও বিস্তারিত জানাতে পারব।’
শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে আসার প্রয়োজনের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক নিউজবাংলাকে বলেন, ‘ওনার হার্ট অ্যাটাক হয়ে বাসায় চিকিৎসধীন ছিলেন। অবস্থা অবনতি হলে আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।’
ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘হার্ট অ্যাটাক হলে অনেক সময় ব্লক ধরা পড়ে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর হয়তে জানা যেতে পারে। এখন মানুষকে দেখে চিনতে পারছেন। হয়তো সন্ধ্যার পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।’হাসান আজিজুল হককে ঢাকায় আনার বিষয়টি আগেই জানিয়েছিলেন তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান।
তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তার বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হবে।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।
এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এ নিজ বাসায় থাকছেন।