উজি অস্ত্রহাতে বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অত্যাধুনিক অস্ত্রটি পিয়াসার নিজের নয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের। তার অফিসে বসেই অস্ত্রহাতে এই ছবিটি তোলেন পিয়াসা।
সিআইডির তিন দিন রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দিতে পিয়াসা এই অস্ত্রের বিষয়ে জানান।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তিনি জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন, অস্ত্র হাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনিরের। তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন এবং অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুললে সেটি ভাইরাল হয়।
১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসা ও তার সহযোগী মৌ আক্তারের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি পিয়াসা।
প্রথমে মামলা করতে ওই ছাত্রীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। পরে পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেন একজন। সেই ঘটনার ৪ বছর পর ফের আলোচনায় আসেন মডেল পিয়াসা।