অনুসন্ধানে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সংস্থাটির উপ পরিচালক আরিফ সাদেক।
তিনি জানান, আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে দেশে বিদেশে বিভিন্ন কোম্পানি খুলে ব্যাংকটির খুলনা শাখা ও কাটাখালী শাখা ব্যবহার করে আমদানি-রপ্তানি ও ঋণের আড়ালে নানাবিধ দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির মাধ্যমে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আছে।
একই অভিযোগে গত ১৪ মার্চ আমজাদ, তার স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চিঠিতে বলা হয়, ‘অর্থপাচার প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো।’
একই চিঠিতে তিন দিনের মধ্যে হিসাবের স্থিতি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এর আগে তাঁদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দেয় দুদক।
আমজাদ হোসেনের বিরুদ্ধে একজন কর্মচারীর নামে; ভাই, ভাতিজা, ভাতিজির মালিকানা দেখিয়ে; এমনকি জামানত ছাড়াও ঋণ নেয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতে এসব অর্থের একাংশ পাচার করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিদেশে অর্থ পাচার, ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করে সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন দুদকের একজন কর্মকর্তা।
ঋণ জালিয়াতি, রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২০ সালের ৮ জানুয়ারি আমজাদ এবং তার স্ত্রী ও কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক।
এই ব্যাংকটি সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ১০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ব্যাংকটি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ টাকা তুলেছেন। গত ১১ আগস্ট ব্যাংকটির শেয়ারের লেনদেন শুরু হয়। টানা ছয় কর্মদিবস ১০ শতাংশ বা আশেপাশে দাম বেড়ে এখন দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সা।
শেয়ারদর পৌনে দুই গুণ হয়ে যাওয়ায় ব্যাংকটির বাজার মূলধনও বেড়েছে।