সমুদ্রে অবস্থান করা লঘুচাপ স্থলে উঠে আসায় দেশের তিনটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় ওড়িষা ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু বিরাজ করায় বুধবার দুপুর ১২টার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুখ নিউজবাংলাকে বলেন, ‘সমুদ্রে থাকে লঘুচাপটি এখন স্থলে প্রবেশ করেছে। এর জন্য আমরা দেশের উপকূলীয় তিনটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছি। আজ দুপুর ১২টার পর থেকেই এই বিভাগগুলোতে বৃষ্টি বাড়তে পারে।’
সারাদেশে বৃষ্টিপাতের অবস্থা কেমন হবে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, যখন কোনো লঘুচাপ বা নিম্নচাপ স্থলভাগে উঠে আসে তখন বৃষ্টিপাত বাড়ে। তাই যে তিনটি বিভাগে সতর্কবার্তা দেয়া হয়েছে তার অধিকাংশ অঞ্চলে এবং দেশের বাকি অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টিপাত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের সন্দীপে ১০৫ মিলিমিটার। এই সময়ে ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে মঙ্গলবার দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
পুর্বাভাসে বলা হয়েছে, ওড়িষা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ওড়িষা উপকূল এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় (১০ থেকে ১৫) কিলোমিটার যা অস্থায়ীভবে দমকায় ঘণ্টায় ২৫ কিলোমিটার বা তার ও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।