বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ আগস্ট: শেখ হাসিনাকে সমবেদনা জানালেন ইমরান

  •    
  • ১৪ আগস্ট, ২০২১ ২২:৪৫

পাকিস্তানের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতীয় শোক দিবস তথা সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর পাশাপাশি এদিন নির্মম হত্যার শিকার হন তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ আরও অনেক আত্মীয়-স্বজন।

দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এই দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রথম কোনো বার্তা এলো পাকিস্তান থেকে।

এক দেশ হয়ে থাকলেও ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বিশ্বের মানচিত্রে আলাদা রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ।

এরপর থেকেই দেশ দুটির মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান। ২০০৯ সালে বাংলাদেশ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করলে টানাপোড়েন চরমে পৌঁছায়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্ত করার জন্য নানা চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় ইসলামাবাদ থেকে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান। বাংলাদেশের দিক থেকেও একই ধরনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা।

২৩ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জবাবে ২ আগস্ট আগের বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী।

এ বিভাগের আরো খবর