মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ওই ফেরিটি সোমবার সন্ধ্যায় পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ফেরিতে থাকা একটি ট্রাক পাশের দুইটি প্রাইভেট কারের ওপর হেলে পড়ে। প্রাইভেট কারের যাত্রীরা সামান্য আহত হয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ম্যানেজার শাফায়েত আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ধাক্কা লেগে ফেরিতে একটি ছিদ্র হয়। এগুলো দিয়ে ফেরিতে পানি ঢোকায় এরই মধ্যে ওয়েল্ডিং করে ছিদ্র বন্ধের কাজ চলছে। সেই সঙ্গে পাম্প দিয়ে ফেরি থেকে পানি সরানো হচ্ছে।
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব নিউজবাংলাকে বলেন, ‘পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে আছে। ফেরিতে যত গাড়ি ছিল সেগুলো শিমুলিয়া ঘাটে নামানো হয়েছে। ফেরিতে থাকা গমভর্তি একটি ট্রাক পাশের প্রাইভেট কারের ওপর হেলে পড়ে। এতে প্রাইভেট কারের যাত্রীরা সামান্য আহত হয়েছেন। প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়।’
ট্রাক ও প্রাইভেট কার ঘাট এলাকায় পুলিশের জিম্মায় আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতিগ্রস্ত পিলারতিনি আরও বলেন, ‘পিলারে ধাক্কা লেগে ফেরিটির পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকের বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।’
এর আগে ২৩ জুলাই নির্মাণাধীন সেতুটির ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
এ ঘটনার দিনই বিআইডব্লিউটিসি তদন্ত কমিটি করে। ২৫ জুলাই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এতে সেতুর সুরক্ষায় তিনটি সুপারিশ করা হয়। এর একটিতে পিলারগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানোর কথাও বলা হয়েছে।
এ ছাড়া বর্তমান যে শিমুলিয়া ফেরিঘাট আছে, সেই ঘাটটি সরিয়ে পুরোনো মাওয়া ঘাটে নিয়ে যাওয়ার কথা বলা হয় সুপারিশে। যুক্তি হিসেবে বলা হয়, সে ক্ষেত্রে ফেরিগুলোকে সেতু ক্রস করতে হবে না। পুরোনো মাওয়া ঘাট থেকে ফেরি বাংলাবাজার চলে যাবে।
আর যদি সেটা সম্ভব না হয় সে ক্ষেত্রে বাংলাবাজার ফেরিঘাটকে সরিয়ে মাঝিরঘাটে নিয়ে আসার সুপারিশ করে কমিটি। সে ক্ষেত্রেও ফেরিগুলোকে সেতু ক্রস করতে হবে না। সেতু যেহেতু ক্রস করতে হবে না, তাই আগামীতে দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকবে না।
ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পর পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি ‘শাহজালালের’ ধাক্কার ঘটনায় বিশদ তদন্তে ২৯ জুলাই পৃথক একটি কমিটি করে নৌপরিবহন মন্ত্রণালয়।
কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নৌসচিবের কাছে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়। এই প্রতিবেদন জমার আগেই ফের পদ্মা সেতুর পিলারে রো রো ফেরির ধাক্কা লাগল।