করোনাভাইরাস রোধে শাটডাউনের বিধিনিষেধ শেষে বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরুর সবরকম প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট নিতে কাউন্টারে এসেছেন অনেক যাত্রী। স্বাস্থ্যবিধি মেনেই তারা ট্রেনের টিকিট কাটছেন। এ ছাড়া পুরো স্টেশন, প্লাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। যেসব ট্রেন বুধবার ঢাকা ছাড়বে সেগুলোও পরিষ্কার করে রেললাইনে প্রস্তুত করে রাখা হয়েছে।
কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘প্রথম দিন বুধবার ২৪ জোড়া আন্তঃনগর ট্রেন ও ১২ জোড়া মেইল ও কমিউটার ট্রেন ঢাকা ছাড়বে। আজ সকাল ৮টা থেকে ১১, ১২ ও ১৩ আগস্টের টিকিট দেয়া হচ্ছে। ট্রেন চলাচলের জন্য রেলওয়ের সব রকম প্রস্তুতি শেষ।
তিনি আরও জানান, ট্রেনের ৫০ শতাংশ টিকিট কাউন্টার থেকে ও ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
কমলাপুর স্টেশনের ক্লিনিং মেইনটেইন্যান্সের সুপারভাইজার আবুল ফজল বাদল নিউজবাংলাকে বলেন, ‘আমাদের স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ কখনও বন্ধ থাকে না।
কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কিনতে লাইনে যাত্রীরা। ছবি: নিউজবাংলা
তিন শিফটে এখানে কাজ করে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার থেকে যেসব ট্রেন ঢাকা ছাড়বে সেগুলোও পরিষ্কারের কাজ শেষ হয়েছে।’
ট্রেনের টিকিট কিনতে এসে কোনো রকম ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী।
জাহাঙ্গীর হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমি বুধবার বাড়ি যাব। দিনাজপুরের ট্রেনের টিকিট কাটলাম। টিকিট নিতে কোনো ভোগান্তি ছিল না। ১৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়ে গেলাম। এরকম পরিবেশ স্টেশনে সব সময় থাকে না। আজকে খুব সহজেই টিকিট পেয়ে গেলাম।’
হায়দার আলী নামে আরেক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে এবারের কোরবানির ঈদ ঢাকাতেই করেছি। গ্রামের বাড়ি যাওয়া হয়নি। যেহেতু ট্রেন চলাচল শুরু হচ্ছে। তাই কয়েকদিন পরিবার নিয়ে গ্রামে ঘুরে আসব। ট্রেনে ভ্রমণ করতেই ভালো লাগে। স্টেশনে এসে টিকিটও পেয়ে গেলাম ভোগান্তি ছাড়া।’
পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেল স্টেশন। ছবি: নিউজবাংলা
সাইফুল নামে এক টিকিট ক্রেতা বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার ট্রেনের ১৩ তারিখের ফিরতি টিকিট নিতে এসেছিলাম। কিন্তু কাউন্টার থেকে আমাকে বলল আগামীকাল এসে টিকিট নিতে হবে। সোমবার ১৩ তারিখের ফিরতি টিকিট দেয়া হচ্ছে না। আগামীকাল এসে টিকিট নিয়ে যাব।’
সবশেষ করোনা মোকাবিলায় দেশে ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। সেটা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। বুধবার থেকে উঠছে সেই বিধিনিষেধ। ফলে সেদিন থেকেই সব গণপরিবহন চলাচল করবে।