মাইক্রোবাসের চালক লিটন হত্যার দায়ে ছিনতাইকারী দলের দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ সোমবার এ রায় দেয়।
যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, তারা হলেন রংপুরের হাসানপুর গ্রামের প্রয়াত মজিদ মিয়ার ছেলে আলামীন (২৫) ও বগুড়ার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দ (২৪)।
আদালতে আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন শিরিন আফরোজ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৫ এপ্রিল রংপুর থেকে ভাড়ার কথা বলে ছিনতাইচক্র লিটন আলী ব্যাপারির মাইক্রোবাসটি ভাড়া করে। এরপর যমুনা সেতুর পশ্চিম পাশে এসে গলায় ফাঁস দিয়ে মাইক্রোবাসের চালক লিটনকে হত্যা করে ফেলে দেয়। ঘটনার পরের দিন ২৬ এপ্রিল মামলা হয়।
ওই মামলায় ছিনতাইচক্রের সদস্য খোকন আকন্দকে ২০০৫ সালের ৩০ এপ্রিল আটক করে পুলিশ। তার এক মাস পর ২৯ মে আরেক আসামি আল আমিনকেও আটক করা হয়।
এ মামলায় বিচারিক আদালত ছিনতাই চক্রের দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে বাকি আরও ছয় থেকে সাতজনকে খালাস দেয়। এরপর আসামিরা আপিল করে হাইকোর্টে।
উচ্চ আদালত শুনানি নিয়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর মামলাটি চলে আসে আপিল বিভাগে।
আপিল বিভাগ ওই মামলার শুনানি নিয়ে সোমবার দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে।