বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাইকোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি চালু বুধবার

  •    
  • ৮ আগস্ট, ২০২১ ২১:১৮

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে সেদিন থেকেই সীমিত পরিসরে ভার্চুয়ালি হাইকোর্টে বিচার কাজ পরিচালিত করে আসছিল হাইকোর্ট বিভাগ। পরে ১ জুলাই থেকে শুরু হয় আরও কঠোর বিধিনিষেধ, যা পরিচিতি পায় শাটযাউন নামে। ঈদের আগে ৮ দিনের জন্য শিথিল করা হলেও পরে তা বাড়ানো হয় ১০ আগস্ট পর্যন্ত।

আগামী ১১ আগস্ট বুধবার শাটডাউন তুলে দিয়ে দেশ প্রায় সচলের দিন থেকে চালু থাকবে হাইকোর্টের সব বেঞ্চ। তবে সশরীরে নয়, সেখানে বিচার চলবে ভার্চুয়ালি।

রোববার সুপ্রিমকোর্ট প্রশাসন এ বিজ্ঞপ্তি জারি করে।

একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, আগামী বুধবার থেকে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, চালু হবে গণ পরিবহন।

কিছুক্ষণ পর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বা্ক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদ্‌সংক্রাস্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে সেদিন থেকেই সীমিত পরিসরে ভার্চুয়ালি হাইকোর্টে বিচার কাজ পরিচালিত করে আসছিল হাইকোর্ট বিভাগ।

পরে ১ জুলাই থেকে শুরু হয় আরও কঠোর বিধিনিষেধ, যা পরিচিতি পায় শাটযাউন নামে। ঈদের আগে ৮ দিনের জন্য শিথিল করা হলেও পরে তা বাড়ানো হয় ১০ আগস্ট পর্যন্ত।

দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে সশরীরে বিচার কাজ বন্ধ থাকায় আইনজীবীরাও বিপাকে আছেন। শুনানি ব্যাহত হওয়ায় তাদেরও আয় কমে গেছে। এর মধ্যে একজন আইনজীবী বাইক চালিয়ে ফেসবুকে পোস্ট করে উচ্চ আদালতের বিরক্তির কারণ হয়েছেন। কারণ, তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আর আদালত মনে করছে, তিনি আইন অঙ্গণের মর্যাদাহানি ঘটিয়েছেন।

এ বিভাগের আরো খবর