বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘টিকা দিতে কি এমবিবিএস হওয়া লাগবে’

  •    
  • ৮ আগস্ট, ২০২১ ০২:১৫

রাজশাহীর সিভিল সার্জন বলেন, ‘সংসদ সদস্য সাহেব কাজটা ঠিক করেননি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইব, তিনি কেন এটি করতে দিলেন।’

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিজেই একজনের শরীরে টিকা পুশ করে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। এক বৃদ্ধের শরীরে তিনি টিকা পুশ করেন।

শনিবার দুপুরে তিনি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রশিক্ষণ নেই অথচ এমপি টিকা পুশ করছেন, এটি সঠিক কি না- এ নিয়ে চলছে গুঞ্জন।

তবে সংসদ সদস্য এনামুল হক বলছেন, তিনি ভুল কিছু করেননি। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এটি করেছেন।

এ নিয়ে রাজশাহীর সিভিল সার্জন বলেন, ‘সংসদ সদস্য সাহেব কাজটা ঠিক করেননি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইব, তিনি কেন এটি করতে দিলেন।’

শনিবার সকালে সাংসদ এনামুল টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংসদ নিজের হাতে টিকা পুশের পর সেখানে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কেন্দ্রে আসা অন্যদের শরীরে টিকা পুশ করেন।

সংসদ সদস্য এনামুল হক বলেন, ‘টিকা কার্যক্রম উদ্বোধনের সময় একজনের শরীরে টিকা পুশ করেছি। টিকা দিতে কি এমবিবিএস হওয়া লাগবে? আমার বহুদিনের এক্সপেরিয়েন্স আছে। আমার বাসায় ছেলেমেয়েদের যত ইনজেকশন লাগে আমি দেই। এমনকি আমার নিজের ইনজেকশন আমি নিজে দেই। সুতরাং অভিজ্ঞতা থেকেই আমি করেছি।

‘এটা যদি কোনো অভিযোগ হয় তাহলে আমাকে বলতে পারেন, আপনার ডিগ্রি নাই কেন করলেন? এই ইনজেকশন দেয়ার জন্য আপনার বাড়িতে কেউ অসুস্থ হলে এমবিবিএস ডাকতে যাবেন নাকি? আমি দিয়েছি আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি। এটা লেখেন।’

তবে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া কারও টিকা পুশ করা ঠিক না।’

সাংসদ কীভাবে টিকা পুশ করলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, ‘তিনি সংসদ সদস্য, সম্মানিত মানুষ। তিনি এটা করে ঠিক করেননি।’

এ বিভাগের আরো খবর