শোকের মাসে রেশনিং পদ্ধতিতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ শুরু করলো যুবলীগ।
সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
যুবলীগ নেতারা বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণেই এ আয়োজন। এ সময় উপকারভোগীদের রেশন কার্ডও বিতরণ করা হয়। পুরো মাস জুরেই চলবে এ আয়োজন।
কর্মসূচি শুরুর সময় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘করোনার এই মহাসংকটে যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে আছে। খাদ্য সামগ্রী, অক্সিজেন, অ্যাম্বুলেন্স নিয়ে মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগের নেতা-কর্মীরা।
‘এখনই করোনার এই মহাসংকটে মানুষের পাশে থাকার সময়, মানুষের সেবা করার সময়, তাই যুবলীগের নেতা-কর্মীদেরকে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে কাজ করে যেতে হবে। বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে শুধু অর্থ কামিয়েছে কিন্তু বর্তমানে করোনার এই দুঃসময়ে মানুষের পাশে নেই। এতেই প্রমাণ হয় বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নয় বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য।’
এ সময় করোনা মোকাবিলায় টিকা কেন্দ্রগুলোতে যুবলীগ নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখার আহ্বানও জানান যুবলীগ সাধারণ সম্পাদক।