কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ম্যুরালটি ভাঙচুর করেছে তা জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় এটি ভাঙচুর করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে শহরের কালীবাড়ী সড়কে নরসুন্দা নদীর তীরে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
মেয়র পারভেজ মিয়া নিউজবাংলাকে বলেন, ‘সৈয়দ আশরাফের ম্যুরালটি উদ্বোধন করার পর সেখানে লাগানো স্মৃতিফলকটি ভেঙে ফেলা হয়েছে। কিশোরগঞ্জের মানুষের হৃদয়ের স্পন্দন সৈয়দ আশরাফ ভাইয়ের ম্যুরালটি ভেঙে ফেলা মেনে নিতে পারছি না। এ ঘটনায় থানায় জিডি করব।’
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘কে বা কারা এটি ভেঙেছে জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমও।
শহরের কালীবাড়ী সড়কে নরসুন্দা নদীর তীরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে কিশোরগঞ্জ পৌরসভা। নির্মাণ কাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৩০ নভেম্বর ম্যুরালটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।