কয়েক দিন রোদ-মেঘের খেলার পর গত দুই দিন দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। এর মধ্যে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। এতে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর থেকে ইতোমধ্যেই উপকূলে ৩ সতর্কসংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে ভূমিধসের সম্ভাবনার আভাস দেয়া বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে বর্ষণের ধারা আরও দুই দিন অব্যাহত থাকবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, বিশেষ করে খুলনা অঞ্চলে বৃষ্টি বেশি হবে। উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম। তবে সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত থাকবে।
আবহাওয়া অফিস বলছে, গত এক দিনে খুলনার মোংলা অঞ্চলে সর্বোচ্চ ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বন্দরনগরী চট্টগ্রামে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সুষ্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে আরও অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।