বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি বন্ধ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুলাই, ২০২১ ১২:৩৫

ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১২টা পর্যন্ত সাতটি ফেরি চলাচল করেছে। বুধবারের চেয়ে যাত্রী ও গাড়ির সংখ্যা বেড়েছে। আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা ভেবে সব ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার ফয়সাল আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি পার হওয়ার জন্য শিমুলিয়া ঘাটে কয়েক শ যাত্রী ও ব্যক্তিগত গাড়ি দেখা যায়।

ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১২টা পর্যন্ত সাতটি ফেরি চলাচল করেছে। বুধবারের চেয়ে যাত্রী ও গাড়ির সংখ্যা বেড়েছে। আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা ভেবে সব ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী মোবারক হোসেন বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হবে। ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কী করব বুঝতেছি না।’

এদিকে লকডাউন বাস্তবায়নে ঘাটের দিকে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। নানা কারণ দেখিয়ে যাত্রীরা চেকপোস্ট পার হচ্ছেন। তবে গণপরিবহন বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীকেই আসতে হচ্ছে হেঁটে।

এ বিভাগের আরো খবর