প্রবল বর্ষণের প্রভাবে কক্সবাজারের কয়েকটি উপজেলায় পাহাড় ও ভূমিধসে এক দিনে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগজুড়ে আরও ভূমিধস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সাগরে লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাব রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। যার ফলে ভারী বর্ষণ, ঝোড়ো বৃষ্টি ও বাতাসের আধিক্য থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের টেকনাফে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, ২৩৮ মিলিমিটার। আবহাওয়ার নতুন পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
অতিভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি বৃহস্পতিবার থেকে ভারতের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত ও উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। উপকূলীয় অঞ্চলে এরই মধ্যে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, লঘুচাপটি আরও ঘনীভুত হয়েছে। এখন এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটির অবস্থান এখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি বলেন, লঘুচাপের প্রভাবে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে আস্তে আস্তে এটি কেটে যাবে। লঘুচাপটি পরে ভারতের দিকে সরে যাবে। উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
মৌসুমি বায়ু নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এই বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিবর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।