বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়েছে।
গণভবনে মঙ্গলবার সকালে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দম্পতির সন্তান সজীব ওয়াজেদ জয় ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন মঙ্গলবার।
পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময় বাবা-মার সঙ্গে জার্মানিতে অবস্থান করেন জয়। পরে মা শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে চলে আসেন ভারতে। তার ছেলেবেলা ও প্রারম্ভিক পড়াশোনা সেখানেই।
পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর করেন দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিষয়ে।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ডাক টিকিট অবমুক্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও