বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধানকে র্যাংক ব্যাজ পরানো হয়।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে জানান, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বিমানবাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
ইমরুল কায়েস জানান, অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিমানবাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন এবং বিমানবাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।
গত ১২ জুন শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।