চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) প্রভাষক বাসবী বড়ুয়া ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলাকালে বৃ্হস্পতিবার রাত ৩টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বৌদ্ধ ছাত্র পরিষদের সভাপতি অরূপ বড়ুয়া।
তিনি জানান, অনেক দিন ধরেই বাসবী বড়ুয়া জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বিভিন্ন সময় ভারতের মুম্বাই এবং চেন্নাইয়ে কেমোথেরাপি ও চিকিৎসা নিয়েছেন তিনি। করোনা মহামারির কারণে দেশেই চলছিল তার চিকিৎসা। শেষ কিছুদিন চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে বিভিন্ন সময় ভর্তি হয়েছেন তিনি।
অরূপ বড়ুয়া বলেন, ‘বাসবী খুবই মেধাবী ছিলেন। এ রকম মেধাবী শিক্ষক খুব কম আসে। আন্তর্জাতিক জার্নালে তার অনেক লেখা প্রকাশিত হয়েছিল।’
বাসবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ও মাস্টার ডিগ্রি লাভ করেন। ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেন তিনি।
নারীশিক্ষা ও নারীদের ক্ষমতায়নের ওপর তার কয়েকটি গবেষণাপত্র রয়েছে।
পটিয়া থানার তকোটা গ্রামে বিকেলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।