নীলফামারীর ভাষাসংগ্রামী সমেলা রহমান আর নেই। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমল রায় ৮৭ বছরের এই ভাষাসংগ্রামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে জেলা শহরের প্রধান কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সমেলা রহমান নীলফামারী জেলা শহরের সরকারি কলেজ সড়কের বাসিন্দা আরেক ভাষাসংগ্রামী ও সংগীতশিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের স্ত্রী। তিনি চার মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সমেলা রহমান ১৭ ফেব্রুয়ারি প্রথম এবং ১৭ এপ্রিল করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। ৭ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
৯ জুলাই এই ভাষাসংগ্রামীকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।
একপর্যায়ে তার অক্সিজেন লেবেল ৮০-র নিচে নেমে এসেছিল বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের চিকিৎসক অমল রায়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।