স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকারের দেয়া মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাওয়া ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।
সায়মন ড্রিংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র সায়মন ড্রিং প্রথম বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। ফলে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বর্বর বাহিনীর চালানো গণহত্যার প্রকৃত ঘটনা বিশ্ববাসী জানতে পেরেছিল।’
মহান স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাইমন ড্রিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন মন্ত্রী।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সায়মন ড্রিংকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ সরকার।