বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোরবানিতে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশ

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১২:২৩

করোনা সংক্রমণ ঠেকাতে কোরবানির পুরোটা সময়ে মাস্ক ব্যবহারসহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। পশু জবাইয়ের পর সুনির্দিষ্ট স্থানে গর্ত করে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ সেখানে রেখে মাটিচাপা দিতে হবে। জবাইয়ের পশুর উচ্ছিষ্টাংশ ফেলতে হবে ডাস্টবিন বা নির্ধারিত স্থানে।

করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্থানীয় সরকারের নির্ধারিত স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়েছে সরকার। অনুরোধ করা হয়েছে পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণের।

কোরবানি বিষয়ে বেশ কিছু নির্দেশনাসহ সরকারেরর পক্ষ থেকে মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে হবে। যেখানে-সেখানে পশু জবাই করবেন না।

করোনা সংক্রমণ ঠেকাতে কোরবানির পুরোটা সময়ে মাস্ক ব্যবহারসহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। পশু জবাইয়ের পর সুনির্দিষ্ট স্থানে গর্ত করে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ সেখানে রেখে মাটিচাপা দিতে হবে। জবাইয়ের পশুর উচ্ছিষ্টাংশ ফেলতে হবে ডাস্টবিন বা নির্ধারিত স্থানে।

বর্জ্য অপসারণ বা কোরবানির মাংস বিতরণে পরিবেশসম্মত ব্যাগ ব্যবহারে উৎসাহিত করছে সরকার।

কোরবানির পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে সহায়তার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো খবর