বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই মহাসড়কে মানুষের ঢল

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১১:২৩

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর পর্যন্ত দূরপাল্লার পরিবহনের অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকে ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িতে চড়ে যাচ্ছেন বাড়ির দিকে।

ঈদের আগে বাড়ি পৌঁছাতে মানুষের ঢল এখন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন মোড় থেকে যানবাহনে উঠে বাড়ি ফিরছেন পূর্ব ও দক্ষিণাঞ্চলের মানুষ। সড়কে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মোড়ে মোড়ে জটলা আর অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। দূরপাল্লার বাস ও ট্রাকের আধিক্যের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর পর্যন্ত দূরপাল্লার পরিবহনের অপেক্ষা করছেন যাত্রীরা। তবে যারা পরিবহনগুলোর টিকিট আগে কেটেছেন, তারা দ্রুত মহাসড়ক পার হতে পারছেন। অনেকে ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িতে চড়ে যাচ্ছেন বাড়ির দিকে।

সড়কের কয়েকটি মোড় ছাড়া বেশির ভাগ এলাকাতেই যানবাহন স্বাভাবিক গতিতে চলতে দেখা গেছে। তবে মদনপুর এলাকায় চার রাস্তার মোড় হওয়াতে সেখানে ক্ষণে ক্ষণে বিভিন্ন পরিবহনের জটলা দেখা গেছে। এ কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে।

একই অবস্থা ঢাকা-সিলেট মহাসড়কেও। এ সড়কের রূপসী ও বিশ্বরোড এলাকায় ধীরগতিতে যান চলছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিউজবাংলাকে জানান, দুই মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক। তবে মদনপুর এলাকায় ঢাকা-সিলেট, নারায়ণগঞ্জ-গাজীপুর, এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চতুর্মুখী যানবাহন চলাচলের কারণে এ এলাকাতে যানবাহনে কিছুটা ধীরগতি রয়েছে।

হাইওয়ে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর