স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ জুড়ে তৃণমুল পর্যায়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারেরও বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কাজে যুক্ত রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, কোভিড ১৯ শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থাকরণসহ সব পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এ ছাড়াও জনগণকে করোনাভাইরাসের টিকা গ্রহণেও সহায়তা দিচ্ছেন তারা। কিন্তু অনেক জনপ্রতিনিধি এখনও করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করেননি। তারই পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকারভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।