সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজারে ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। খুব শিগগিরই এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমর্বধমান যাত্রীদের চাহিদা বিবেচনায় এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের এ উদ্যোগের ফলে পর্যটন নগরী কক্সবাজাররে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো আকাশপথে যুক্ত হবে। এতদিন সৈয়দপুর থেকে কেউ কক্সবাজার যেতে চাইলে তাকে ঢাকায় ট্রানজিট নিতে হতো।
দেশি এয়ারলাইনসগুলোর মধ্যে বিমানই প্রথম এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নিল।
বিমান বলছে, এর মাধ্যমে দেশিয় পর্যটন শিল্প বিকাশ পাবে এবং উত্তর ও দক্ষিণের মধ্যে বাণিজ্য সম্ভাবনা বাড়বে।
খুব শিগগিরই এই রুটে ফ্লাইট সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিমান।