বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জ ট্র্যাজেডি: ৬ সদস্যের তদন্ত কমিটি

  •    
  • ১২ জুলাই, ২০২১ ২১:৫২

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড (সেজান জুস) কারখানায় আগুন লেগে এত প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটলো তার কারণ এবং দায়-দায়িত্ব অনুযায়ী কোথায়, কার, কী ধরনের গাফিলতি ছিল একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ প্রতিবেদন দেবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড (সেজান জুস) কারখানায় আগুন লাগার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: রেজাউল হকের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড (সেজান জুস) কারখানায় আগুন লেগে এত প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটলো তার কারণ এবং দায়-দায়িত্ব অনুযায়ী কোথায়, কার, কী ধরনের গাফিলতি ছিল একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ প্রতিবেদন দেবে।

আদেশে কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

উল্লেখ্য গত ৮ জুলাই বৃহস্পতিবার রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় আগুন ধরে যায়। মালিক পক্ষ থেকে দাবি করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূচনা। এতে ৫২ জনের প্রাণহানিসহ অনেকে আহত হয়।

তবে যেভাবেই আগুনের সূচনা হোক না কেন, এতে ব্যাপক প্রাণহানির ঘটনার পেছনে কারখানা কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনা দায়ী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বিভিন্ন দায়িত্বশীল সংস্থা। এখন শ্রম মন্ত্রণালয় গঠিত এই উচ্চপযায়ের তদন্ত কমিটি সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করবে।

এ বিভাগের আরো খবর