শামসুল হকের বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের মৃত্যু হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শামসুল হকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সামদানী হক নাজুমের বাবা।
শামসুল হক দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে তার প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।