বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৪৫ জনকে র‍্যাবের জরিমানা

  •    
  • ১০ জুলাই, ২০২১ ২০:৩০

স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে সাড়ে আড়াই হাজার মাস্ক বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ৯০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ১৪৫ জনকে জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের দশম দিনে ২৫টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

শনিবার র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লকডাউনে বিধিনিষেধ কার্যকর এবং জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে মাঠে আছে র‌্যাব। বিধিনিষেধ কার্যকরে শনিবার দেশব্যাপি ১৯১টি টহল ও ১৯৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়।’

এএসপি ইমরান জানান, ‘বিধিনিষেধ অমান্য করায় শনিবার দেশব্যাপী পরিচালিত ২৫টি ভ্রাম্যমাণ আদালত ১৪৫ জনকে জরিমানা করে। এ সময় জরিমানার ১ লাখ ৬ হাজার ২০০ টাকা আদায় করে র‍্যাব।’

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে সাড়ে আড়াই হাজার মাস্ক বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ৯০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর